Saturday, January 5, 2013

Life is temporary. We will die today, tomorow or next. Our whole life is a test. So come all friends, realize this truth & pray to Allah. I have edited & copy this post, just to share.
আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, তাই আমরা আমাদের ইচ্ছা মত সকল কাজ করতে পারি (পাপ ও ভালো)।
নামাজ এমন একটি ইবাদত যা পালন করলে আমাদের মনের সকল পাপকর্ম মুছে এক অনাবিল শান্তির ছোয়া দেয়। নামাজের কিছু গুরুত্ব পূর্ণ দিক ও আছে যেমনঃ
ফজরঃ- যে ব্যাক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে তার চেহারার উজ্জলতা নষ্ট হয়ে যাবে।
যোহরঃ- যে ব্যাক্তি যোহরের নামাজ ছেড়ে দিবে তার আয় রোজগারের বরকত কমে যাবে।
আসরঃ- যে ব্যাক্তি আসরের নামাজ ছেড়ে দিবে তার শরীরের শক্তি কমে যাবে।
মাগরিবঃ- যে ব্যাক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে তার সন্তানাদী তার কোন উপকারে আসবে না।
এশাঃ- যে ব্যাক্তি এশার নামাজ ছেড়ে দিবে তার রাতের ঘুম পরিপূর্ণ হবে না।
নামাজের মাধ্যমে মানুষের যে পরিমান ব্যায়াম হয় তা অন্য ভাবে করতে হলে অনেক কষ্ট হয়।
আসুন আমরা নিজে নামাজ পরি এবং অন্যকে উৎসাহিত করি।

No comments:

Post a Comment