Wednesday, January 16, 2013

আজই শেষ দিন...আজকের নামাযই শেষ নামায....সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন
 

 

পরিবারে একটি নতুন শিশু জন্ম গ্রহন করলে ঐ পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়.. তারপর মাবা-বাবা এই শিশুটিকে লালন-পালন করে সুশিক্ষা দিয়ে বড় করতে থাকে। এক সময় সন্তান কর্মজীবনে প্রবেশ করে মা-বাবাকে বিশ্রাম দেয়। বিয়ে করে একটি সুখের সংসার রচনা করে। আর কন্যা সন্তান হলে মা-বাবা উপযুক্ত পাত্রের নিকট কন্যা বিয়ে দিয়ে থাকে.. এইভাবেই পরিবার থেকে পরিবারের সৃষ্টি...জন্মের পর থেকে মৃত্যু মানুষকে তাড়া করে বেড়ায়। কেউ বা শিশু বয়সে মারা যায় কেউবা যুবক বয়সে কেউবা বৃদ্ধ বয়সে..অথ্যাৎ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হবে। কার কখন যে মৃত্যু হবে কেউ জানে না.. দুই দিনের এই পৃথিবীতে আমরা সবাই দীর্ঘ জীবন কামনা করি.. তারপরেও মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের সমাপ্তি ঘটবে.. কবরে যেতে হবে.. কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. ভাল কাজ করলে আল্লাহ তায়ালা জান্নাতে প্রবেশ করাবেন. আর মন্দ কাজ করলে জাহান্নামে প্রবেশ করাবেন। .... পরিশেষে .. .. আজই শেষ দিন...আজকের নামাযই শেষ নামায..মনে করে জীবনকে পরিচালিত করি।

No comments:

Post a Comment