Sunday, January 20, 2013

চোখের গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে চাও???
তাহলে-->

১) অসৎ সঙ্গ থেকে দূরে থাকো।[সহীহ বোখারী]
২) সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করো না হয় রোযা রাখো। [সহীহ বোখারী]
৩) মনে রেখো যে ইহা একধরনের যেনা (ব্যভিচার) যা চোখ দ্বারা সম্পন্ন হয়ে থাকে। [সহীহ বোখারী]
৪) পুর্ণ মনোযোগের সহিত নামাজ আদায় করো। (কোরআন- ২৯:৪৫)
৫) পরিহার করো সেসব স্থান যেখানে সর্বদা অশালীন কথা ও কাজ হয়ে থাকে। [সহীহ বোখারী,ইবনে মাজা'হ]
৬) কোন কিছু দেখার সময় আল্লাহ্‌ তা'আলাকে স্মরণ করো। (কোরআন- ৯৬:১৪)
৭) যে নিজেকে শুদ্ধ রাখতে চাই, আল্লাহ্‌ তাকে শুদ্ধ রাখেন। [সহীহ মুসলিম]
৮) খারাপ কিছু প্রথমবার (অসাবধানতার দরুন) দেখলে তাতে কোন গুনাহ হয় না, কিন্তু ২য় বার দেখল তাতে গুনাহ হবে। [আবু-দাঊদ শরীফ]
৯) সর্বদা মনে রাখতে হবে যে, আমার প্রত্যেকটি দৃষ্টি (চোখের ব্যবহার) নিয়ে আমাকে প্রশ্ন করা হবে। (কোরআন- ১৭:০৩)

No comments:

Post a Comment